প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: March 18, 2024, 4:18 p.m.আইসল্যান্ডে গত শনিবার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। রাতের অন্ধকারে ছড়াচ্ছে উজ্জ্বল কমলা রঙের লাভা। ধোঁয়ায় ঢাকা পড়ছে চারিদিক। ফলে এলাকাটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।মাটিতে আগ্নেয়গিরির প্রায় ২ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ ফাটল দিয়ে গলিত পাথরের স্রোত বেরিয়ে আসছে। দ্রুতই দুই পাশে ছড়িয়ে পড়ছে লাভা।জধানী রেইকজাভিকের দক্ষিণে রেকজেনেস উপদ্বীপে অগ্ন্যুৎপাত আসন্ন, সে পূর্বাভাস কর্তৃপক্ষ গত কয়েক সপ্তাহ ধরেই দিয়ে আসছিল। আইসল্যান্ডের সিভিল ডিফেন্স সার্ভিসের তথ্যমতে, শনিবার স্থানীয় সময় ২০:০০ টার পর গ্রিন্ডাভিক শহরের উত্তরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়। তবে এর ফলে বিমানবন্দরের ফ্লাইট চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week