প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Jan. 19, 2024, 6:56 p.m.কুড়িগ্রামের উলিপুর পৌরসভার নারিকেল বাড়ি এলাকাবাসীদের মাটির রাস্তা ফিরে পাওয়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। চলাচলের রাস্তা পেয়ে দীর্ঘ ৪০ বছর পর সীমাহীন দুর্ভোগের অবসান ঘটল দুই গ্রামের তিন হাজার মানুষের। রাস্তাটি উদ্বোধন করেন পৌর মেয়র মামুন সরকার মিঠু।জানা গেছে, পৌরসভায় নারিকেল বাড়ি গ্রামটি ১১ পাড়া নিয়ে চার নম্বর ওয়ার্ড গঠিত। ওয়ার্ডটির পশ্চিমের সীমান্তঘেঁষা থেতরাই ইউনিয়ন। পৌরসভা পৌরসভার নারিকেল বাড়ি ও থেতরাই ইউনিয়নের হারুনেফড়া গ্রামের ৭০০ পরিবারের প্রায় তিন হাজার লোকের বসবাস। কিন্তু এ সব বাসিন্দাদের যাতায়াতের জন্য কোনো সুব্যবস্থা ছিল না। পৌরসভার পূর্ব ছড়ার পার থেকে থেতরাই ইউনিয়নের গোপালের ছড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার সরু ভাঙা রাস্তা ছিল। যা প্রায় ৪০ বছর ধরে অবহেলিত। একাধিকবার জনপ্রতিনিধি পরিবর্তন হলেও এলাকাবাসীর ভাগ্যের পরিবর্তন হয়নি। অবশেষে চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান রাজুর উদ্যোগে রাস্তাটি মাটি দিয়ে ভরাট কাজ শুরু হয়। প্রায় এক মাস পর ১৪ ফুট প্রশস্ত এক কিলোমিটার রাস্তাটির সংস্কার করা হয়। উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনসাধারণের চলাচলের জন্য এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week