প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: May 14, 2024, 12:11 a.m.আগামী ১৭ জুন চলতি বছরের পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে । ঈদের জন্য এক মাসের বেশি সময় বাকি আছে। ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন খামারে বিক্রেতারা অগ্রিম বুকিং করে রেখেছেন। কিছু খামারি আগ্রহের সাথে দাবি করেছেন যে তাদের প্রায় অর্ধেক গরু ইতিমধ্যে বিক্রি বা বুকিং হয়ে গিয়েছে।
প্রতি বছরে কোরবানির ঈদ আসার পূর্বেই রাজধানীর বিভিন্ন জায়গায় পশু বিক্রির হাট বসে । তবে অনেক ক্রেতা প্রাথমিকভাবেই খামার থেকে কোরবানির পশু কিনতে পছন্দ করেন। তারা আগেই খামারে গিয়ে তাদের পছন্দের পশুটি বেছে নিয়ে অগ্রিম টাকা প্রদানের মাধ্যমে বুকিং করে রাখে। এ কারণে কোরবানির ঈদের কয়েক মাস আগেই খামারিরা প্রস্তুতি নেয় অগ্রিম বুকিং এর জন্য।
উৎপাদন খরচ বেশি হওয়ায় এইবার এর কোরবানি ঈদে গরুর দাম বেশি হতে পারে বলে জানিয়েছেন খামারিরা।তারা আরো জানায় যে, উৎপাদন খরচ বাড়ায় তাদের লাভের পরিমাণ কমছে। তবে, কেউ লোকসান দিয়ে গরু বিক্রি করবে না। ক্রেতারা এখন কিনলে কিছুটা কমে কিনতে পারবেন । কোরবানির হাটে তারা প্রত্যাশিত দামে না পেলে পশু বিক্রি করবেন না। সেক্ষেত্রে ক্রেতাদের বাড়তি দামেই কিনতে হবে। দাম প্রসঙ্গে বিভিন্ন এগ্রোর মালিক জানান, গত কয়েক মাসে প্রায় সব ধরনের পশু খাদ্যের দাম বেড়েছে। তাই এ বছর প্রতি গরুতে ২০ শতাংশ হারে দাম বৃদ্ধি পাবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই বছরে কোরবানির জন্য এক কোটি ৩০ লাখের অধিক পশু প্রস্তুত আছে। এবং দেশে প্রয়োজন হচ্ছে প্রায় এক কোটি ১০ লাখের মতো। অর্থাৎ প্রয়োজনের পরিমাণের তুলনায় ২০ লাখ পশু বেশি রয়েছে।
কোরবানি উপলক্ষ্যে সীমান্ত দিয়ে পশুর প্রবেশে সতর্কতা অবলম্বন করা হবে । যদি কেউ চোখ ফাঁকি দিয়ে পশু আনতে চায়, তবে বিজিবি ব্যবস্থা নেবে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রাণিসম্পদ-২ অনুবিভাগ) এ.টি.এম. মোস্তফা কামাল
1 month, 2 weeks
2 months, 2 weeks
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week