মাটি কাটা শ্রমিক থেকে শতকোটি টাকার মালিক আবেদ আলী

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: July 9, 2024, 10:43 a.m.
মাটি কাটা শ্রমিক থেকে শতকোটি টাকার মালিক আবেদ আলী

একসময় নিজ গ্রামে মাটি কাটা শ্রমিকের কাজ করতেন আবেদ আলী জীবন। চাকরির খোঁজে রাজধানীতে এসে ফুটপাতে শুয়েও পার করেছেন রাতের পর রাত। বহু চেষ্টা-তদবিরে একসময় ভাগ্য খোলে আবেদের। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরিচালকের গাড়িচালক হিসেবে নিয়োগ পান তিনি। পরবর্তী সময়ে দায়িত্ব পান পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালানোর।

আরব্য রজনীর রূপকথার আলাদীন যেমন জাদুর চেরাগ পেয়ে শূন্য থেকে অঢেল সম্পদের মালিক বনে গিয়েছিলেন, ঠিক তেমনি গাড়িচালকের চাকরি পেয়ে শূন্য থেকে শতকোটি টাকার মালিক হয়েছেন আবেদ।

এর নেপথ্যে রয়েছে পিএসসির অধীনে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নফাঁস। গাড়িচালক হয়ে পিএসসিতে ঢোকার পরই আবেদ আলী প্রশ্নফাঁস চক্রের সঙ্গে যুক্ত হন। বছরের পর বছর ধরে বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস করে কামিয়ে নেন শতকোটি টাকা। আর সেই টাকায় বিলাসী জীবনযাপনের পাশাপাশি গড়েছেন একের পর এক সম্পদ। দামি বাড়ি, গাড়ি, প্লট-ফ্ল্যাট, এমনকি তৈরি করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স কোম্পানিও। এখন নিজেকে পরিচয় দেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে।

পিএসসির তিনটি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের বিষয়টি গণমাধ্যমে আসার পর গতকাল সোমবার এই আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

খোঁজ নিয়ে জানা গেছে, মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের মৃত আব্দুল রকমান মীরের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সৈয়দ আবেদ আলী ওরফে জীবন মেজো ছেলে। পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকায় জীবিকার তাগিদে ঢাকায় আসেন তিনি। এরপর ভাগ্য খুলে যায় গাড়িচালকের চাকরি পেয়ে। যিনি নিজে গাড়িচালক ছিলেন, সেই আবেদ আলীর নিজেরই এখন রয়েছে কয়েকজন গাড়িচালক। ৩৩তম থেকে ৪৫তম বিসিএস পর্যন্ত প্রশ্নফাঁসের প্রক্রিয়া সঙ্গে জড়িত চক্রে সক্রিয় ছিলেন আবেদ আলী। এভাবে বিপুল পরিমাণ টাকা অর্জন করেছেন তিনি। তার অর্থবিত্তের বহর এখন এলাকাবাসীর মুখে মুখে।

আবেদ আলীর বিলাসী জীবনযাপন, স্থানীয় প্রভাবশালী হিসেবে পরিচিতি, এবং প্রশ্নফাঁস চক্রের মাধ্যমে অর্জিত সম্পদ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অনেকেই তাকে এ যুগের আলাদীন বলে ডাকছেন, কারণ তার উত্থান যেন রূপকথার চেয়েও অবিশ্বাস্য।


আরও পড়ুন