দুর্ঘটনায় নিহত ‘সালমান খান’

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 26, 2024, 10:58 a.m.
দুর্ঘটনায় নিহত ‘সালমান খান’

সালমান খান নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরেক যুবক। সোমবার রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর পৌরসভার গঙ্গাবর্দী মহল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সালমান ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের আইয়ুব খানের ছেলে। আহত আরোহী ফরিদপুর পৌরসভার গঙ্গাবর্দী মহল্লার জামাল প্রামাণিকের ছেলে আকাশ প্রমাণিক।খুলনাগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সালমান খান মারা যান।নিহত সালমান খানের মরদেহ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।


আরও পড়ুন