প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: May 21, 2024, 11:34 a.m.রবিবার (১৯ মে) গভীর রাতে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার পাটুয়ারটেক এলাকা থেকে র্যাব একটি বিলাসবহুল গাড়ি থেকে ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে এবং চারজনকে আটক করেছে।
সোমবার (২০ মে) র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সহ-অধিনায়ক মেজর শরীফুল আহসান জানান, আটককৃতরা কক্সবাজারের টেকনাফ সীমান্তের ‘ইয়াবা গডফাদার’ আবদুল্লাহ সিন্ডিকেটের প্রধানসহ নিকট আত্মীয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার মধ্যরাতের পর টেকনাফ থেকে আবদুল্লাহ সিন্ডিকেটের সদস্যরা প্রাইভেটকারে ইয়াবার চালানটি মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল। খবর পেয়ে র্যাব সদস্যরা মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার পাটুয়ারটেক এলাকায় তল্লাশি চালায়।
এক পর্যায়ে রাত সোয়া ২টার দিকে টেকনাফ দিক থেকে সড়ক ও জনপথ বিভাগের স্টিকার লাগানো বিলাসবহুল একটি প্রাইভেট কার সেখানে পৌঁছালে থামার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু গাড়িতে থাকা লোকজন না থেমে দ্রুত চালিয়ে পালিয়ে যায়। পরে তাদের থামানো হয়। এতে গাড়িতে থাকা লোকজনের আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদে মাদকের চালান থাকার কথা স্বীকার করে। এ সময় গাড়ির পেছনের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা দুটি বড় বস্তার ভিতরে পাওয়া যায় ৭ লাখ পিস ইয়াবা। ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকারও বেশি।
গ্রেপ্তারকৃতরা হলেন:
- মোহাম্মদ আবদুল্লাহ (৩৫), আবু ছৈয়দের ছেলে
- নুরুল আবছার (২৮), মৃত মোহাম্মদ কাশেমের ছেলে
- আবদুল আমিন (৪০), হাজী মোহাম্মদ আলীর ছেলে
- জাফর আলম (২৬), মৃত দীল মোহাম্মদের ছেলে
র্যাব কর্মকর্তা জানান, আবদুল আমিন ২০১৯ সালে আত্মসমর্পণ করে সাজা ভোগ শেষে কারাগার থেকে মুক্তি পেয়ে পুনরায় ইয়াবার কারবার শুরু করেন। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। মোহাম্মদ আবদুল্লাহ একজন চিহ্নিত আন্ডারগ্রাউন্ড ইয়াবা কারবারি, যিনি ক্রসফায়ারে নিহত সাইফুল করিমের পর ইয়াবা কারবার দখল করেন।
র্যাব জানায়, রবিবার মধ্যরাতে টেকনাফ থেকে প্রাইভেটকারে ইয়াবার চালান কক্সবাজারে নিয়ে আসা হচ্ছিল। খবর পেয়ে র্যাব মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন গাড়িটি থামিয়ে ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান মেজর শরীফুল ইসলাম।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week