প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: March 5, 2024, 1:37 p.m.এক্সের মালিক ইলন মাস্ককে হটিয়ে শীর্ষ ধনীর তালিকায় প্রথমে উঠে এসেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। বর্তমানে তার সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার। অপরদিকে ইলন মাস্কের সম্পদ এখন ১৯৮ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন এলভিএমএইচ সিইও বার্নার্ড আর্নল্ট। তার সম্পদের পরিমাণ ১৯৭ বিলিয়ন ডলার। অর্থাৎ শীর্ষ তিন ধনীর সম্পদ একদম কাছাকাছি। শীর্ষ ধনীর তালিকা দ্রুতই আবার বদলাবে বলে ধারণা করা হচ্ছে। তবে সার্বিকভাবে ধনীরা তুলনামূলক আরও ধনী হয়ে চলেছেন।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week