ঈদুল আজহা উপলক্ষে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা, নেই কাঙ্ক্ষিত হোটেল বুকিং

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: June 15, 2024, 11:43 a.m.
ঈদুল আজহা উপলক্ষে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা, নেই কাঙ্ক্ষিত হোটেল বুকিং

ঈদুল আজহা উপলক্ষে লম্বা ছুটিকে কেন্দ্র করে পর্যটক আকর্ষণ করতে প্রস্তুত হয়েছে কুয়াকাটা। টানা ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা সমুদ্র সৈকতে ছুটে আসবেন বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। কিন্তু হতাশার কথা, কুয়াকাটার হোটেল ও রিসোর্টগুলোতে এখন পর্যন্ত আশানুরূপ বুকিং নেই। ঈদের ছুটিতে ভালো পর্যটক আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

তবে, পর্যটকদের জন্য প্রস্তুতি তো চলছেই। হোটেলগুলো পরিষ্কার করা হচ্ছে, সৈকত এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে, এবং নিরাপত্তার জন্য পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। কুয়াকাটা সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, "ঈদের ছুটিতে বাড়তি পর্যটক আগমনের সম্ভাবনা মাথায় রেখে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত তৎপরতার পাশাপাশি তিনজন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট, স্কাউটের প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক ও সৈকতে রেসকিউ টিম প্রস্তুত থাকবে। বাড়তি ভাড়া আদায় প্রতিরোধ ও হয়রানি বন্ধে নজরদারি করা হবে।"

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, "পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। লেম্বুরবন থেকে রামনাবাদ চ্যানেল পর্যন্ত বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকবে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। পর্যটকদের সেবায় জল ও স্থলপথে সার্বক্ষণিক নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।"

হোটেল বুকিং কম থাকায় কিছুটা হতাশ ব্যবসায়ীরা। তারা আশা করছেন ঈদের পর পর্যটক আসবে। স্থানীয় ব্যবসায়ী মাহমুদুল হাসান বলেন, "প্রতিবছর ঈদের ছুটিতে পর্যটকের ভিড় থাকে। তবে এবার এখন পর্যন্ত তেমন সাড়া পাইনি। আশা করছি শেষ মুহূর্তে বুকিং বাড়বে।"

কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকরা সমুদ্র সৈকত ছাড়াও বিভিন্ন আকর্ষণীয় স্থানে ভ্রমণের সুযোগ পাবেন। স্থানীয় পর্যটন কেন্দ্রগুলোতে নতুন কিছু সুবিধাও যোগ করা হয়েছে। কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশাপাশি শুঁটকিপল্লী, লেবুরবন, মিসকিন মসজিদ এবং ফাতরার চরের মত স্থানে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।

আপনি যদি ঈদের ছুটিতে কুয়াকাটায় ঘুরতে যেতে চান, তাহলে আগে থেকেই হোটেল বুকিং করে রাখা ভালো। কুয়াকাটায় ঘোরার জন্য কিছু টিপস: আগে থেকে হোটেল বুকিং করে রাখুন, সৈকতে নারকেল তেল, সানস্ক্রিন, টুপি এবং রোদচশমা সাথে নিন, দর কষাকষি করতে ভুলবেন না, এবং পরিবেশের যত্ন নিন। স্থানীয়দের সাথে মিশে তাদের সংস্কৃতি উপভোগ করুন।


আরও পড়ুন