প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Jan. 1, 2024, 1 p.m.কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে আজ সোমবার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, মিরপুরের গাবতলী থেকে রাসেল স্কয়ার ও আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ধানমন্ডি ২৭ নম্বর রোডে ডানে মোড় নিয়ে শংকর-ঝিগাতলা-সায়েন্সল্যাব হয়ে গন্তব্যে পৌঁছাবে।
পাশাপাশি নিউমার্কেট ও সায়েন্সল্যাব থেকে আগত রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী যানবাহন ধানমন্ডি ২ নম্বর রোডে বামে মোড় নিয়ে ঝিগাতলা-শংকর-ধানমন্ডি ২৭ নম্বর রোড হয়ে গন্তব্যে পৌঁছাবে।জনসভার জন্য কিছু সড়কে ডাইভারশন চালাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। পয়েন্টসমূহ হলো সায়েন্সল্যাব ক্রসিং, পান্থপথ ক্রসিং, ধানমন্ডি ২৭ নম্বর রোড ক্রসিং ও ধানমন্ডি ৩ নম্বর রোড ক্রসিং।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week