সিতের অনুভূতি বেরেছে

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Dec. 9, 2023, 1:17 a.m.
সিতের অনুভূতি বেরেছে

 

সিতের অনুভূতি বেরেছে

রাতে টিপটিপ বৃষ্টির পর আজ ভোর থেকেই পঞ্চগড়ে ঘন কুয়াশায় ঢেকে যায় চারদিক।  শিংপাড়া, পঞ্চগড়, ৮ ডিসেম্বরছবি: রাজিউর রহমান

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে গত বুধবার রাতে শুরু হওয়া হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি আজ শুক্রবার দুপুরের মধ্যেই বিদায় নিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে,  মেঘ-বৃষ্টির বিদায়ের পর দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে। তাপমাত্রা কমার এই প্রবণতা আগামীকাল শনিবারও অব্যাহত থাকবে। এতে বেড়ে যাবে শীতের অনুভূতি।ত্রা আরও ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামী রোববার ভোরের দিকে সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আজ সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত একেবারেই হালকা বৃষ্টি ছিল। এরপর মেঘ সরে যেতে থাকে।সিতের অনুভূতি শুরু হয়ে গেল গ্রামে


আরও পড়ুন