প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: June 24, 2024, 8:49 p.m.ডেঙ্গু মশার প্রকোপ রোধে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আজ সোমবার (২৪ জুন) দিনব্যাপী অভিযান চালিয়েছে। এ অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় ১০টি ভবনের মালিককে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডিএসসিসির ছয়টি ভ্রাম্যমাণ আদালত কাঁঠালবাগান, জিগাতলা, দক্ষিণ বনশ্রী, মুরাদপুর মাদ্রাসা রোড়, রজব আলী সরদার রোড়, মধ্যপাড়া, হিন্দুপাড়া, বড় পাড়া, উত্তর মান্ডা ট্রাকস্ট্যান্ড, ডগাইরের পূর্ব পাড়া ও বামূইল এলাকায় অভিযান চালিয়েছে।
অভিযানে ২৯৯টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ১০টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায় এবং আরও ৯টি স্থাপনায় সামান্য পরিমাণে মশার লার্ভা পাওয়ায় সেসব স্থাপনার বাসিন্দাদের সতর্ক করা হয়। অভিযানে খিলগাঁওয়ের ইমামবাগ এলাকার মাহবুবুল হক ভূইয়া নামের এক ব্যক্তিকে মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৫টার মধ্যে তার বাড়ির পানির হাউজ পরিষ্কার করার অঙ্গীকার করতে হয়েছে।
জরিমানার মধ্যে উল্লেখযোগ্যভাবে এক নম্বর অঞ্চলের প্যারাডাইস মারিয়া ও ফেয়ারদিয়া কমপ্লেক্সে যথাক্রমে ২৫ হাজার ও ২০ হাজার টাকা, আরেকটি ভবন ৫ হাজার টাকা, দুই নম্বর অঞ্চলের একটি স্থাপনা ১ হাজার টাকা, তিন নম্বর অঞ্চলের দুটি স্থাপনা ১ হাজার ১০০ টাকা, পাঁচ নম্বর অঞ্চলের চারটি স্থাপনা ৮ হাজার টাকা, সাত নম্বর অঞ্চলের আটটি স্থাপনা এবং আট নম্বর অঞ্চলের একটি স্থাপনা ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সালেহীন বলেন, "এডিস মশার লার্ভা নির্মূল করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা প্রতিদিন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে জনসাধারণকে সতর্ক করছি।"
তিনি আরও জানান, "এডিস মশার লার্ভা পাওয়া ভবনগুলোর মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে আরও বড় অঙ্কের জরিমানা করা হবে।"
উল্লেখ্য, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ২৩ জুন পর্যন্ত ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার জন, আর মারা গেছেন ৪১ জন। ডিএসসিসি তাদের জনস্বাস্থ্য রক্ষা ও এডিস মশার প্রজনন রোধে জনসাধারণের সহায়তা কামনা করছে।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week