গোয়ালে থাকা ৪ গরু আগুনে পুড়ল দুই ঘরসহ

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Dec. 15, 2023, 7:29 p.m.
গোয়ালে থাকা ৪ গরু আগুনে পুড়ল দুই ঘরসহ

 বুড়িচং উপজেলায় আগুন লেগে দুই বসতঘরসহ গোয়ালে থাকা চারটি গরু পুড়ে মারা গেছে।

Advertisement

 

 

এ ঘটনায় দক্ষিণ গ্রামের ফুল মিয়ার ছেলে জামশাদ হোসেন জানান, আগুন লেগে তার দুটি ঘরসহ গোয়ালে থাকা চারটি গরু পুড়ে মারা যায়। এতে তার ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় ঘরের ভেতরে থাকা খাটসহ অন্যান্য আসবাবপত্র, টাকা-পয়সা কিছুই আগুন থেকে বাঁচাতে পারেননি। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে কীভাবে আগুন লাগল তা জানাতে পারেননি তিনি। 

খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে রাতে গিয়ে তদন্ত করেছেন বলে জানা যায়। 

তদন্ত করার জন্য থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন।


আরও পড়ুন