প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: June 23, 2024, 9:39 p.m.রোববার (২৩ জুন) জর্ডান গাজার উত্তর অংশে ৭০টি ত্রাণভর্তি ট্রাক পাঠিয়েছে। রোয়া নিউজ ডিজিটাল সংবাদপত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আলজাজিরা। প্রয়োজনীয় খাবার, ভোগ্যপণ্য, চিকিৎসাসামগ্রী এবং ওষুধ এই ট্রাকগুলোতে করে উত্তর গাজায় পাঠানো হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) সহযোগিতায় এই ত্রাণসামগ্রী পাঠিয়েছে জর্ডানের সেনাবাহিনী এবং জর্ডান হাশেমাইট চ্যারিটি অর্গানাইজেশন (JHCIO)।
জেএইচসিও-র প্রধান হুসেইন আল-শিবলি বলেছেন, "গাজার বর্তমান অবস্থা নিয়ে সব প্রতিবেদনেই উঠে এসেছে একটি তথ্য। তা হলো ‘গাজা এখন দুর্ভিক্ষের কাছাকাছি।'"
হুসেইন আল- শিবলি আরও জানান, জর্ডান গাজায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ২১১০টি ত্রাণ সহায়তা ট্রাক এবং ৫৩টি ত্রাণের বিমান পাঠিয়েছে। গাজার মানবিক বিপর্যয় থেকে রক্ষা করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ বলেও জানান তিনি।
জর্ডানের পক্ষ থেকে অনুসরণীয় একটি উপক্রিয়া যা মানবিক জরুরী পরিস্থিতিতে গাজার জন্য সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে তাদের প্রয়োজনীয় সমর্থন প্রদান করছে।
৭ অক্টোবর থেকে চলা গাজা যুদ্ধে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় অন্তত ৩৭ হাজার ৫৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৫ হাজার ৯১১ জন।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week