বৈষম্যমূলক 'প্রত্যয় স্কিম' বাতিলের দাবিতে বুটেক্সে টানা ৩ দিনের কর্মবিরতি

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: June 24, 2024, 3:26 p.m.
বৈষম্যমূলক 'প্রত্যয় স্কিম' বাতিলের দাবিতে বুটেক্সে টানা ৩ দিনের কর্মবিরতি

সরকার ঘোষিত বৈষম্যমূলক সর্বজনীন পেনশন ব্যবস্থা 'প্রত্যয় স্কিম' থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বাদ দেওয়ার প্রতিবাদে টানা ৩ দিনের অর্ধদিবস কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শিক্ষক সমিতি। তাদের দাবি আদায়ের লক্ষ্যে ২৫ থেকে ২৭ জুন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে এবং দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলবে, যদিও পরীক্ষা চালু থাকবে। ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতি পালিত হবে এবং একই সময়ে অবস্থান কর্মসূচি চলবে। ১ জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে, যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কাজ বন্ধ থাকবে।

বুটেক্স শিক্ষক সমিতির মূল দাবিগুলো হলো: সরকার ঘোষিত বৈষম্যমূলক 'প্রত্যয় স্কিম' থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা, বহুদিনের প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্ত করা, এবং শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল প্রণয়ন করা। দীর্ঘদিন ধরেই এই দাবিগুলো নিয়ে আন্দোলন করে আসছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন এবং তাদের কর্মসূচির সাথে সহমত পোষণ করে বুটেক্স শিক্ষক সমিতিও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

উল্লেখ্য, বুটেক্স শিক্ষক সমিতি দীর্ঘদিন ধরেই শিক্ষকদের সম্মান ও মর্যাদা রক্ষার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আশা করা যায়, সরকার শিক্ষকদের দাবিগুলো বিবেচনা করবে এবং তাদের ন্যায্য অধিকার প্রদান করবে।


আরও পড়ুন