প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Dec. 20, 2023, 7:23 p.m.প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনের প্রতীক নৌকা মার্কা। এই নৌকা নূহ নবীর নৌকা। এই নৌকাই মানবজাতিকে রক্ষা করেছিল। এই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। আবার এই নৌকা যখন সরকারে এসেছে, তখন বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে।
কিছু বাসে আগুন দিলেই সরকার পড়ে যাবে না বলে জানালেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ বুধবার বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।তিনি বলেন, ‘তারা মনে করেছে দুইটা বাসে আগুন দিলেই, সরকার পড়ে যাবে। অত সহজ না। অত ভাত দুধ দিয়ে খায় না। এটাই আমি বলতে চাই।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমি বলতে চাই, আওয়ামী লীগ সরকারে আছে, জনগণের উন্নতি হচ্ছে। আমরা সোনার বাংলা গড়তে চাই, আর এই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি। আর যারা খুনি, হত্যাকারী, দুর্নীতিবাজ তারাই এদেশের মানুষকে আগুন দিয়ে পোড়ায়। নির্বাচন বানচাল করতে চায়।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘২০০১ সালে ক্ষমতায় এল বিএনপি-জামায়াত জোট। যে বিএনপি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোট চুরি করেছিল। ভোট চুরির অপরাধে এ দেশের মানুষ আন্দোলন করে ওই খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করেছিল। সেই ক্ষমতাচ্যুত, ভোট চোর, জনগণের সম্পদ চোর বিএনপিকে ক্ষমতায় বসাল ভোট কারচুপির মাধ্যমে।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week