প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: March 9, 2024, 2:42 p.m.বাংলাদেশের জেতার স্বপ্ন শেষ করে দেন নুয়ান থুসারা। ১৯ বছর বয়সী এই লঙ্কান পেসারের বোলিং স্টাইল পুরোপুরি লাসিথ মালিঙ্গার মতো। ওভারের প্রতিটি বলই ইয়র্কার লেন্থের দেয়ার চেষ্টা করেন। দলীয় ৪র্থ ওভারে নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় এবং মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট তুলে নিলেন পরপর তিন বলে। আজ দুর্দান্ত এক হ্যাটট্রিক করছেন তিনি।সিরিজ জিততে ১৭৫ রানের টার্গেট নিয়ে ব্যাটে নামে বাংলাদেশ। কিন্তু ম্যাচের প্রথমার্ধে ব্যাটারদের বিপর্যয়ে সে স্বপ্ন শেষ হয়ে যায়।বাংলাদেশ যাদের ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখছিলো, ৪র্থ ওভারে পরপর তিন বলে তাদের উইকেট হারানোর পর সেই স্বপ্ন শেষ হয়ে যায়। নুয়ান থুসারা শেষ পর্যন্ত ২০ রান দিয়ে নিলেন ৫ উইকেট।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week