প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: June 14, 2024, 10:17 p.m.রাজধানী ঢাকা ও ঠাকুরগাঁও থেকে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ১০ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।শুক্রবার (১৪ জুন) র্যাব-৩-এর অভিযানে মৌচাক ও কমলাপুর থেকে ৮ জন এবং ঠাকুরগাঁও থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
গণমাধ্যমে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর জানান, আটকের সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইলসহ বিপুলসংখ্যক টিকিট ও কালোবাজারির বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।তিনি বলেন, কালোবাজারিরা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারি করছিল। ট্রেন টিকিট বুকিংয়ের জন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত হয়ে তারা টিকিট কালোবাজারি করতো। ফিরোজ আরও বলেন, কালোবাজারিরা বিভিন্ন কৌশলে ট্রেনের টিকিট অগ্রিম সংগ্রহ করে নিজেদের কাছে মজুত রাখে। পরে কৌশলে সাধারণ যাত্রীদের কাছে দুই-তিন গুণ বেশি দামে বিক্রি করে আসছে।
এই অভিযানের মাধ্যমে ট্রেনের টিকিট কালোবাজারি রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন র্যাব কর্মকর্তারা। তারা ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন।এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে প্রশংসার ঝড় উঠেছে। তারা দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারির বিরুদ্ধে র্যাবের কার্যকর পদক্ষেপের দাবি করে আসছিলেন।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week