প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: May 12, 2024, 11:04 p.m.ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার এবং স্পেশাল ক্রাইম বিভাগ, বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় এবং তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববারে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের নাম হলো মো. জুয়েল খান (৪০), মো. রাসেল (৩০), মো. মাহমুদুল হাসান (৩৯), মো. আবদুর রহমান (৩৮), মো. আরিফুল ইসলাম (৩৫), মো. আজহারুল ইসলাম (২৯) এবং মো. মাসুম হাওলাদার (২৫)।
ডিবি জানিয়েছে, এই চক্রের সদস্যরা বিভিন্ন চাকরির লিখিত পরীক্ষায় টিকিয়ে দেওয়ার কথা বলে পরীক্ষার্থীদের কাছ থেকে তিন থেকে পাঁচ লাখ টাকা দাবি করে । পরে চাকরিপ্রার্থীদের কাছে বিশেষভাবে তৈরি ইলেকট্রনিক স্পাই ডিভাইস সরবরাহ করতেন, যার মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে উত্তর পাঠানো হতো। ইলেকট্রনিক স্পাই ডিভাইসের সংগ্রহ ও পরীক্ষার্থীদের কাছে সরবরাহের কাজটি করতেন জুয়েল খান।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি বলেছে, গ্রেপ্তার মাহমুদুল হাসান ও আবদুর রহমান চাকরিপ্রার্থীদের সংগ্রহ করতেন। আরিফুল ইসলাম পরীক্ষাকেন্দ্রের ভেতর থেকে প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাইরে পাঠাতেন। অন্য সদস্যরা প্রশ্নপত্রের দ্রুত সমাধান করতেন।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week