প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: March 22, 2024, 1:39 p.m.পশ্চিমাদের সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্টি ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সঙ্গে রাশিয়ার সংঘর্ষ শুরু হলে তা পরিণত হবে তৃতীয় বিশ্ব যুদ্ধে।গত মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়ের ম্যাক্রো ইউক্রেনের মাটিতে নিকট ভবিষ্যতে সৈন্য পাঠানোর বিষয়ে মন্তব্য করেন। যদিও ম্যাক্রোর এমন মন্তব্যে পশ্চিমা অনেক দেশ সায় দেয়নি। তবে পশ্চিম ইউরোপ এতে কিছুটা সমর্থন দিয়েছে।সোভিয়েত পরবর্তী নির্বাচনের ইতিহাসে এবার সবচেয়ে বেশি ভোট পেয়েছেন পুতিন। নির্বাচনে জয়ের পর তিনি বলেন, এটা সবার কাছেই স্পষ্ট, পৃথিবী তৃতীয় বিশ্ব যুদ্ধ থেকে খুব বেশি দূরে নয়। আমি মনে করি অনেকেই আমার সঙ্গে একমত হবেন।তিনি আরও বলেন, ইউক্রেনে ইতোমধ্যে ন্যাটোর সৈন্য কাজ করেছে। রাশিয়া যুদ্ধের মাঠ থেকে ইংরেজি ও ফ্রান্স ভাষা তুলে দিয়েছে এই বলে তারা ইউক্রেনে এসেছে।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week