ঈদের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্থানীয় আওয়ামী লীগ নেতার বাড়ি পুড়ে ছাই

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: June 18, 2024, 8:51 p.m.
ঈদের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্থানীয় আওয়ামী লীগ নেতার বাড়ি পুড়ে ছাই

ঈদ-উল-ফিতরের রাতে পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে স্থানীয় আওয়ামী লীগ নেতার বাড়ির সবকিছু পুড়ে যায়।পরিবারের ঈদ আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে, গতরাতে রান্নাঘর থেকেই আগুন এর সূত্রপাত হয়।

সোমবার (১৭ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। আহত আওয়ামী লীগ নেতার নাম বাচ্চু হাওলাদার। তিনি ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি সদস্য ।খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, এস্কান্দর হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদার এই বাড়িতে থাকতেন। ঈদ উপলক্ষে অন্যান্য ছেলেরাও তাদের পরিবার নিয়ে বাড়িতে আসেন। রাতের খাবারের পর পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা ঘুমাতে যান। মাসুদ হাওলাদারের স্ত্রী তসলিমা বেগম ভোর সাড়ে তিনটায় ধোঁয়ার গন্ধে জেগে ওঠেন।

তসলিমা বেগম বলেন, ধোঁয়ার গন্ধে ঘুম থেকে উঠে সবাইকে জাগিয়ে রান্নাঘর জ্বলতে দেখেন। সবাই বাড়ি থেকে বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আগুন বসার ঘরে ছড়িয়ে পড়ে এবং গ্যাস সিলিন্ডারের কারণে আগুনের তীব্রতা বেড়ে যায় এবং পুরো বাড়িটি পুড়ে যায়।

পরিবারের সদস্য বাচ্চু হাওলাদার জানান, রাতের খাবার শেষে তিনি দুমকি উপজেলার নিজ বাড়িতে ফিরে আসেন। সকালে বাড়ি পৌঁছে দেখেন, সব পুড়ে ছাই হয়ে গেছে। জিনিসপত্র ছাড়াও ১৫ মণ মুগডাল এবং বাড়ির ১০ মণ চালও পুড়ে গেছে।

শ্রীরামপুরের প্রাক্তন ইউপি চেয়ারম্যান আবদুস সলাম মৃধা বলেন, আগুনে পরিবারটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। দুমকি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন মাহমুদ বলেন, "আমরা যা ভেবেছিলাম আগুন তার চেয়েও বড় ছিল। পরিবারটি পুরোপুরি ভেঙে পড়েছে। আমরা যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব।"

এদিকে, জাতীয় পার্টির সহ-সভাপতি এ বি এম রুহুল আমিন হাওলাদারের বিকেলে বাড়ি পরিদর্শনের কথা রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকা শোকাহত এবং পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় প্রশাসন ও জনগণ সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছে।


আরও পড়ুন