মার্কিন নিষেধাজ্ঞা জিম্বাবুয়ের প্রেসিডেন্টের ওপর

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 10, 2024, 12:29 a.m.
মার্কিন নিষেধাজ্ঞা জিম্বাবুয়ের প্রেসিডেন্টের ওপর

দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে জিম্বাবুয়ের আরও ১০ ব্যক্তি এবং তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা প্রাপ্তদের মধ্যে ফার্স্ট লেডি অক্সিলিয়া নানগাগওয়ার, ভাইস প্রেসিডেন্ট কনস্টান্টিনো চিওয়েঙ্গা এবং প্রতিরক্ষামন্ত্রী ওপাহ মুচিঙ্গুরিও আছেন। এছাড়া প্রেসিডেন্ট নানগাগওয়ার উপদেষ্টা কুদাকওয়াশে ট্যাগওয়াইরি, তার স্ত্রী এবং তাদের দুইটি ব্যবসার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, জিম্বাবুয়েতে আমরা রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানবাধিকারের চরম অপব্যবহার দেখেছি। সুশীল সমাজকে টার্গেট, রাজনৈতিক কার্যকলাপের ওপর কঠোর বিধিনিষেধ, মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্নসহ সরকারি নেতা এবং প্রধান কুশিরব তাদের ব্যক্তিগত লাভের জন্য জনসম্পদ লুণ্ঠন করেছেন।


আরও পড়ুন