শেষ হচ্ছে দীর্ঘ অপেক্ষার প্রহর, ঘরে ফিরছেন ২৩ নাবিক

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: May 14, 2024, 9:32 a.m.
শেষ হচ্ছে দীর্ঘ অপেক্ষার প্রহর, ঘরে ফিরছেন ২৩ নাবিক

শেষ হচ্ছে দীর্ঘ অপেক্ষা প্রহর। আজ মঙ্গলবার (১৪ মে) নিজ নিজ পরিবারের কাছে ফিরছেন সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত এই নাবিকরা। তাদের বরণ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে পরিবার স্বজনরা। এনসিটিতে নাবিকদের সংবর্ধনা দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরপর আনুষ্ঠানিকতা শেষে নাবিকরা যে যার বাড়ির উদ্দেশে রওনা দেবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ১২ মার্চ ২৩ নাবিকসহ জাহাজটি সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে।সোমালিয়ায় জিম্মি হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়ার প্রায় এক মাস পর সোমবার দেশে এসে পৌঁছেছে। সব প্রক্রিয়া শেষ করে জাহাজটির ২৩ নাবিকের আজ ঘরে ফেরার কথা রয়েছে।

জাহাজটি সোমবার কুতুবদিয়ায় বন্দর জলসীমায় নোঙর করা হয়েছে। নাবিকেরা সবাই সুস্থ আছেন। আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার আমরা ছোট জাহাজে করে চট্টগ্রামে বন্দর জেটিতে পৌছাবেন বলে জানান জাহাজের মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ।


আরও পড়ুন