১৭ জুন পালিত হবে পবিত্র ঈদ-উল-আযহা

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: June 7, 2024, 10:05 p.m.
১৭ জুন পালিত হবে পবিত্র ঈদ-উল-আযহা

পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেশের আকাশে দেখা গেছে। এর ফলে পবিত্র ঈদ-উল-আযহা পালিত হবে ১৭ জুন। শুক্রবার রাত ৯টা ২২ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান এ ঘোষণা দেন।

তিনি বলেন, পবিত্র জিলহজ মাসের চাঁদ আজ বাংলাদেশের আকাশে দেখা গেছে। তাই ঈদ-উল-আযহা পালিত হবে ১৭ জুন (সোমবার)। সারা বিশ্বের মুসলমানরা এদিন গরু, ছাগল, ভেড়া, উট ইত্যাদি কোরবানি করে আল্লাহ তা'আলার সন্তুষ্টির আশায়।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মুসলমানরা আল্লাহর নির্দেশে কোরবানি দিয়ে তাদের বিশ্বাস ও ধৈর্য প্রদর্শন করে। কোরবানির পশুর মাংস তিন ভাগে ভাগ করা হয়: এক ভাগ নিজের পরিবারের জন্য, এক ভাগ আত্মীয় ও বন্ধুবান্ধবের জন্য, এবং এক ভাগ দরিদ্র ও অভাবী মানুষদের মধ্যে বিতরণের জন্য।

আরাফার দিন, যেটি হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন, তীর্থযাত্রীরা আরাফা ময়দানে প্রার্থনা করার জন্য জড়ো হয়। ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) এখানেই তাঁর শেষ ভাষণ দেন। এই দিনটি সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং অনেক মুসলমান এই দিনে রোজা রাখেন।

ঈদ-উল-আযহা বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের মধ্যে একতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করে। বাংলাদেশের জনগণও এ দিনটি অত্যন্ত ধুমধাম ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালন করবে।


আরও পড়ুন