ট্রেন থেকে পড়ে মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ার যুবকের

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: June 2, 2024, 11:06 p.m.
ট্রেন থেকে পড়ে মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ার যুবকের

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রাম গ্রামের সোহেল মোল্লা তানভীর (১৭) মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন নিয়ে ঢাকা যাচ্ছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাসে ট্রেন থেকে পড়ে মেঘনা নদীতে নিখোঁজ হয়ে পড়েন তিনি। তিন দিন পর নরসিংদীর রায়পুরা এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

গত ৩১ মে সকালে তানভীর ঢাকার উদ্দেশ্যে রওনা হন, প্রবাসী হওয়ার স্বপ্ন নিয়ে। কিন্তু ঢাকায় পৌঁছে জানতে পারেন যে, ট্রাভেল এজেন্সি তাকে বিমানের টিকিট দিতে পারেনি। হতাশ তানভীর ট্রেনেই বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ভৈরব রেলওয়ে স্টেশন পার হওয়ার পর তিনি ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন এবং হঠাৎ ট্রেন থেকে পড়ে মেঘনা নদীতে নিখোঁজ হয়ে যান। তার স্বজনরা তিন দিন ধরে খোঁজাখুঁজি করে অবশেষে রোববার (২ জুন) দুপুরে নরসিংদীর রায়পুরা এলাকায় তার মৃতদেহ ভাসতে দেখেন।

তানভীরের মৃত্যুতে তার পরিবার শোকাহত, বিশেষ করে তার বাবা-মা ও একমাত্র বোন। তার মামা মো. ইমরান হোসেন বলেন, "আমার ভাগিনা খুব দায়িত্বশীল ছিল। প্রবাসে যাওয়ার জন্য সে অনেক কষ্ট করেছিল। কিন্তু ভাগ্য তার সঙ্গ দিল না।" তানভীরের মা বেদনার্ত কণ্ঠে জানান, "তানভীর আমাদের একমাত্র ছেলে ছিল, তার স্বপ্ন ছিল পরিবারকে সাহায্য করার।" স্থানীয়রা তানভীরের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং তাকে একজন ভালো ছেলে হিসেবে উল্লেখ করেছেন।

স্থানীয় মসজিদের ইমাম বলেন, "তানভীর খুব শান্ত এবং সহৃদয় ছিল, আমরা তাকে সবসময় মনে রাখবো।" মালয়েশিয়ায় প্রবাসী হওয়ার স্বপ্ন নিয়ে রওনা হওয়া ব্রাহ্মণবাড়িয়ার যুবক তানভীরের এই মর্মান্তিক মৃত্যু পরিবার ও এলাকাবাসীর হৃদয়ে গভীর শোকের ছায়া ফেলেছে।


আরও পড়ুন