প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: June 18, 2024, 11:35 p.m.ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর নিত্যপণ্যের বাজারে সকল ধরনের পণ্যের দাম বেড়েছে। ব্রয়লার মুরগি, সবজি ও পেঁয়াজের দাম বেশি চাচ্ছেন বিক্রেতারা। তবে কাঁচা মরিচের দাম স্থিতিশীল আছে ৩০০ টাকায়। রাজধানীর রায়সাহেব বাজার, নয়াবাজার, সেগুনবাগিচা কাঁচাবাজার ও কারওয়ান বাজারসহ একাধিক বাজার ঘুরে দেখা গেছে, ঈদের ছুটির কারণে বেশির ভাগ দোকান বন্ধ থাকায় পণ্যের সরবরাহ কম। এ কারণে পণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা।
বাজারগুলোতে গিয়ে দেখা গেছে, ব্রয়লার মুরগি ২১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা ঈদের আগে ২০০ টাকা ছিল। সোনালি মুরগি ৩৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা দুদিন আগে ৩২০ টাকা ছিল। শেওড়াপাড়া বাজারের মুরগি বিক্রেতা মো. রাকিব জানান, "ঈদের আগে কিছু মুরগি ছিল সেগুলোই বিক্রি করছি। আজকে দাম একটু বেশি হলেও কাল থেকে সরবরাহ বাড়বে, দামও কমে যাবে।"
বাজার করতে আসা ইলিয়াস শেখ বলেন, "কোরবানি দ্বিতীয় দিন বাজারে অধিকাংশ দোকান বন্ধ থাকলেও কয়েকটি দোকান খোলা। তবে সব দোকানগুলোতে নিত্য পণ্যের দাম কিছুটা বাড়তি। কোরবানির আগে থেকেই বাজার চলা থাকায় বাড়তি দাম নেওয়ার সুযোগ পাচ্ছে এখন বিক্রেতারা।"
শুধু মুরগি নয়, সবজির দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। মিরপুরের সবজি বিক্রেতা দেলোয়ার হোসেন জানান, "সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে। পাইকারি বাজারে দুই-চারটি দোকান খোলা রয়েছে। তাও সব মালামাল পাওয়া যাচ্ছে না। তবে আগামীকাল থেকে সরবরাহ বাড়বে এবং দামও কমে আসবে।"
ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট ও বিক্রেতাদের খেয়াল খুশি মতো বাড়ছে পণ্যের দাম। এদিকে, স্থানীয় প্রশাসন ও বাজার মনিটরিং কর্তৃপক্ষের কাছে এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week